বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন সখীপুরের শওকত আলী খান

0 101

সখীপুর সংবাদদাতা ॥
বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে মনোনীত হলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার শওকত আলী খান। এ নিয়ে বুধবার (১০ মে) দুপুরে প্রজ্ঞাপন জারী হলে মুহুর্তের মধ্যে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ আনন্দের খবর। তাঁর বাড়ি উপজেলার তক্তারচালা এলাকার ঝিনিয়া গ্রামে।




তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখা পড়া শেষ করে রূপালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন রূপালী ব্যাংক লিমিটেড চাকুরি করার পর তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন।




এ বিষয়ে শওকত আলী খান বলেন, আমি খুবই আনন্দিত, আমার এলাকাবাসীসহ সকলের কাছে দোয়া চাই। আমি যেন বিশ্বস্ততার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ