বস্ত্র প্রতিমন্ত্রীর সাথে বিটেক শিক্ষার্থীদের সাক্ষাৎ
পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজমের সাথে টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) এর শিক্ষার্থীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার বিকেলে প্রতিমন্ত্রীর জামালপুরের নিজ বাসায় গিয়ে সাক্ষাৎ করেন বিটেকের শিক্ষার্থীরা।
এ সময় বিটেকের ছাত্রসংগঠন স্টুডেন্টস ইউনিটি অব বিটেক (সাবটেক) এর সভাপতি রাশেদুল হাসান রাতুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে মহান বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রীকে শিক্ষার্থীরা বিটেকের সার্বিক অবস্থা তুলে ধরেন এবং অতি দ্রুত বিটেক ক্যাম্পাস পরিদর্শনের জন্যে অনুরোধ করেন। বিটেকের উন্নয়নের স্বার্থে তিনি সবসময় সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত বলে জানান মির্জা আজম।