বর্তমান সরকারের অধীনেই সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে- কৃষিমন্ত্রী
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশে বর্তমান সরকারের অধীনেই সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। সেই নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু, সুন্দর ও সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। তিনি বলেন, কোন ষড়যন্ত্রই নির্বাচনকে বানচাল করতে পারবে না। আওয়ামী লীগ জনগণের দল। তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের শিকড় আছে। বিদেশীরা কি বলল সেটাকে আমরা ওইরকম গুরুত্ব দেই না। বাংলাদেশের মানুষ কি বলছে সেটা শোনার চেষ্টা করি। অবশ্যই বিদেশীদেরকে আমরা সম্মান করি। তারা আমাদের উন্নয়ন সহায়ক। তাদের কথা আমরা শুনি, কিন্তু তারা লন্ডনে ও নিউইয়র্কে অন্য মেরুতে বসে বাংলাদেশে কি হচ্ছে সেটা বোঝা খুব কষ্টের। তাই বিদেশীরা কি বললো সেটা আমরা গুরুত্ব দেই না। বাংলাদেশের মানুষ কি বললো সেইটা আমরা গুরুত্ব দেই। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে টাঙ্গাইলের নাগরপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর মাসে অথবা জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে গত ২ আড়াই বছর যাবত একটানা বিএনপি আন্দোলন সংগ্রাম করছে। তারা কখনো হরতাল, কখনো অবরোধ, কখনো আবার পদযাত্রাসহ নানাভাবে বিক্ষোভ করছে। আমরা বলতে চাই, বারবার বলেছি, আবারো বলছি বাংলাদেশের নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ীই হবে। সংবিধানে আছে যারাই সরকারে থাকবে তারাই নির্বাচন করবে। তবে নির্বাচন করার দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। সেই নির্বাচন কমিশনকে সুন্দর, সুষ্ঠু সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সহযোগিতা করবে সরকার। প্রধানমন্ত্রী বারবার আশ্বস্ত করেছে জনগণকে। নির্বাচন করতে সহযোগিতা করবে তিনি নির্বাচন কমিশনকে। আন্তর্জাতিক বিভিন্ন নেতাদেরকে আমরা আশ্বস্ত করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, নিশ্চয়তা দিয়েছি। বিরোধীরা দেশকে একটা অস্থিরতা সৃষ্টি, রাজনৈতিকভাবে অস্থিতিশীল, একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য এবং নির্বাচন বানচাল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ সারাদেশে সব সময় রাজপথে থেকে রাজনীতি করেছে। রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে সর্বোপরি একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর বুকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে সৃষ্টি করেছে। এখনো যারা ষড়যন্ত্র করছে সেই রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি দেশকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা শান্তি মিছিল, সমৃদ্ধির সমাবেশ, শান্তি সমাবেশ, উন্নয়নের সমাবেশ করে জনগণকে আমরা ঐক্যবদ্ধ করছি, জনগণকে সচেতন করছি।
কৃষিমন্ত্রী আরো বলেন, দেশে আলু, পিয়াজ, রসুনসহ কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এটা আমি আপনাদের সাথে একমত। কৃষি সবসময় প্রকৃতির উপর নির্ভর। যেমন গত বছর দেশে প্রচুর আলু উৎপাদন হয়েছিল। তখন আলুর ন্যায্য দাম না পাওয়ায় কৃষকরা আলু বিক্রি করতে পারেনি। তাই এবার দেশে কয়েক লাখ টন আলু উৎপাদন কম হয়েছে। মূল্য বৃদ্ধির এটি একটি কারণ। এছাড়াও মূল্যস্ফৃতি হয়েছে। আন্তর্জাতিক বাজারে ডলারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম, সারের দাম বেশি। এছাড়া কিছুটা এই রাজনীতিক অস্থিতিশীলতার কারনে। আশা করি খুব দ্রুতই এটা আমাদের নিয়ন্ত্রণে আসবে। তবে সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রণের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস। জনসভায় বক্তব্য রাখেন আহসানুল ইসলাম টিটু এমপি, ছানোয়ার হোসেন এমপি, হাসান ইমান খান সোহেল হাজারী এমপি, এড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, আতাউর রহমান খান এমপি, তানভীর হাসান ছোট মনি এমপি, খান আহমেদ শুভ এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশিদ মামুন, দেলদুয়ার আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল আলীম দুলাল প্রমুখ।