বড় মনির বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে ভূঞাপুরে মিছিল
স্টাফ রিপোর্টার / টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা বাস-কোচ -মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে ভূঞাপুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল সোমবার দুপুরে ভূঞাপুরের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । মিছিলটি ভূঞাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইবরাহিম খা সরকারি কলেজ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মোহন এর সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, জেলা শ্রমিক লীগ নেতা ও টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল চকদার, অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব,ভূঞাপুর পৌরসভার প্যানেল মেয়র খন্দকার জাহিদ হাসান সহ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীবৃন্দ ও ভূঞাপুরের সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
উল্লেখ্য গত ০৫ এপ্রিল টাঙ্গাইল পৌরসভার বোয়ালী এলাকার এক কিশোরী নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোলাম কিবরিয়া বড় মনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন । গোলাম কিবরিয়া বড় মনি টাঙ্গাইল -২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই। সমাবেশে বক্তাগণ গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন।