বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে ঘাটাইলের নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়

0 152

স্টাফ রিপোর্টার, ঘাটাইল ॥
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাতীয় পর্যায়ে ফাইনালে উর্ত্তীন হয়েছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। শনিবার (১৮ মার্চ) ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সেমিফাইনাল পর্বের খেলা উদ্বোধন করেন।





সেমিফাইনাল খেলায় ঢাকা বিভাগের প্রতিনিধি হিসাবে খুলনা বিভাগের গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠার যোগ্যতা অর্জণ করে ঘাটাইলের নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ।এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং অংশগ্রহণকারী বিদ্যালয়সমূহের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ