বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে রক্তদান কর্মসূচি
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ আগস্ট) দুপুরে শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ মামুন। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক। রক্তদান কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা আওয়ামী যুবলীগের কর্মী খন্দকার কামরুল হাসান।
এ সময় জেলা ছাত্রলীগ ও যুবলীগের অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রায় ২৫ থেকে ৩০ জন স্বেচ্ছায় রক্তাদান করেন।
আয়োজকরা জানান, দিনব্যাপী এ কর্মসূচি চলবে। যারা রেজিস্ট্রেশন করেছেন প্রথমে তাদের রক্ত নেয়া হচ্ছে। এ ছাড়া যে কেউ রক্ত দিতে পারবেন।
Comments are closed.