বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
স্টাফ রিপোর্টার ॥
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতির চরভাবলা থেকে পশ্চিম টোলপ্লাজা পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে একটি ট্রাক বিকল হয়ে পড়ায় ১৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মহাসড়কের কালিহাতি উপজেলার কামাঙ্খামোড় এলাকায় একটি চলন্ত ট্রাকের এক্সেলসহ চাকা খুলে যায়। ফলে মহাসড়কের দুই লেনে যানবাহন চলাচল বিঘ্ন হয়। এর প্রভাবে শুক্রবার (৯ জুন) সকাল ৯ টা পর্যন্ত থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়।
এদিকে মহাসড়কে যানজটের ফলে ঢাকাগামী যানবাহনগুলো সেতু পার হয়ে গোলচত্ত্বর হয়ে ভুঞাপুর-বঙ্গবন্ধু-এলেঙ্গা সড়ক ব্যবহার করে ঢাকার দিকে গিয়েছে। এছাড়া যানজটের ফলে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের ঢাকাগামী লেনে পরিবহন চলাচল বন্ধ ছিল।
বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোল রুম (টিসিআর) সূত্রে জানা গেছে, কামাঙ্খার মোড়ের ১৬ নম্বর ব্রিজের কাছে একটি চলন্ত ট্রাকের এক্সেলসহ চাকা খুলে পড়ে বিকল হয়ে যায়। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকটি উদ্ধারে কাজ চলছে।