বঙ্গবন্ধু সেতু এলাকায় ২১৮ বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করেছে র্যাব
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বে গোলচত্তর এলাকা থেকে ২১৮ বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে র্যাব-১৪ এর সিপিসি-৩ এর সদস্যরা।
র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় চোরাকারবারী বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে রংপুর থেকে ঢাকাগামী এস আর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারের প্রত্যক্ষ সহায়তায় তাদের বাসে করে ঢাকা উদ্দেশ্যে রওনা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার গোল চত্বর মোড় এলাকায় তল্লাশি চালায়। বাসে থাকা ২১৮ বোতল ফেন্সিডিল, নগদ ২৯ হাজার ৯০০ টাকা উদ্ধার করে। এ সময় ৫ জনকে আটক করে।
আটককৃতরা হলো- নুর ইসলাম (৩১) পিতা- আঃ রহমান গ্রাম- পশ্চিম বেজগ্রাম থানা- হাতীবান্ধা জেলা- লালমনিরহাট, সাইদুল ইসলাম (৪০) পিতা- দেলোয়ার হোসেন গ্রাম- মহাদেবপুর থানা- রংপুর সদর, গাড়ীর (ড্রাইভার) আমিনুল ইসলাম (৪৩) পিতা- মৃত বুলু শেখ গ্রাম- বানদিঘী ফকিরপাড়া থানা- বগুড়া সদর, গাড়ীর (হেলপার) শাহাদত আলী (২০) পিতা- আনিছার রহমান গ্রাম- চাপিলা পাড়া থানা- নন্দীগ্রাম, জেলা- বগুড়া, গাড়ীর (সুপারভাইজার) শরিফুল ইসলাম (৩১) পিতা- মৃত মকবুল হোসেন, গ্রাম- রাধাবল্লভ থানা- রংপুর।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আন্তঃ জেলা চোরাকারবারী চক্রের সদস্য এবং তারা চোরাচালান পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করে। তারা রংপুর জেলা হতে অবৈধ আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল বোতল সংগ্রহ করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।