বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার যানবাহন পারাপার

0 47

স্টাফ রিপোর্টার ॥
ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন কর্মজীবীসহ নানা শ্রেণী-পেশার মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। সর্বশেষ হিসাবে বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে দুই কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা। বুধবার (১৯ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল টিনিউজকে এ তথ্য নিশ্চিত করেন।




বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ (বিবিএ) টিনিউজকে জানায়, মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা থেকে বুধবার (১৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর টাঙ্গাইল অংশে ১৭ হাজার ২৫৬টি যানবাহন পারাপার করেছে ও টোল আদায় হয়েছে এক কোটি ২৬ লাখ ৪ হাজার ৯৫০ টাকা। অন্যদিকে সিরাজগঞ্জ অংশে ১২ হাজার ৯৯৫টি যানবাহন পারাপার করেছে ও এক কোটি ১৮ লাখ ১৬ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে।




বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল টিনিউজকে জানান, ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়ছে। ভোগান্তি রোধে সেতুর টাঙ্গাইল অংশে ১১টি ও সিরাজগঞ্জ অংশে ৯টি টোল বুথ খোলা রেখে কাজ চলছে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ