বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিঃ কলেজে নবীন-বরণ অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

0 250

111কালিহাতী সংবাদদাতাঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নবীন-বরণ ও বিদায় অনুষ্ঠান শনিবার সকালে বিটেক অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কলেজের শুভ উদ্বোধন করবেন। কলেজের শিক্ষক সংকট সমাধান ও ছাত্র-ছাত্রীর আসন সংখ্যা বৃদ্ধি, যাতায়াতের জন্য গাড়ী, আধুনিক তথ্য ও প্রযুক্তির জন্য ওয়াই-ফাই চালুর ব্যবস্থা করা হবে। কলেজের সকল সমস্যা সমাধানের জন্য তিনি তার নিজের প্রতিষ্ঠান মনে করে কাজ করবেন বলে আশ্বাস দেন।
কলেজের অধ্যক্ষ ড.ইঞ্জিনিয়ার আতাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিবিশনের চেয়ারম্যান ইঞ্জিঃ শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম প্রমুখ।
কলেজের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের নবীন বরন এবং ৪র্থ বর্ষের ছাত্র-ছাত্রীদের বিদায় দেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ