বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে নাগরপুরে আলোচনা ও দোয়া

131

নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্ট সকল শহীদদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কাজী মৌঃ মো. মোকাদ্দেস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।




সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন ফালুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুজ্জামান স্মৃতি। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, এ.কে.এম কামরুজ্জামান মনি, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুস ছবুর, আব্দুল আলীম দুলাল, সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, শেখ শামসুল হক, জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মোল্লা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসেন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন প্রমূখ। এ সময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।