ফিল্ম এসোসিয়েশন টাঙ্গাইলের আয়োজনে করোনেশন ড্রামাটিক ক্লাব অডিটোরিয়ামে দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। শনিবার সকালে ফিল্ম এসোসিয়েশন টাঙ্গাইলের সভাপতি মমিনুর হোসেন তুর্যের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
দিনব্যাপী চলচ্চিত্র উৎসব জাতীয় সংগীত আমার সোনার বাংলা গান দিয়ে শুরু হয়। এরপর প্রধান অতিথি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি এলেন মল্লিক, মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান। চলচ্চিত্র উৎসবে ২১টি ছবি দেখানো হয়। এ উৎসব চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।