প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন
মাভাবিপ্রবি প্রতিনিধি ॥
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। সোমবার (২২ মে) বিকাল ৪ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধন কর্মসুচিতে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে গেপ্তার করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি প্রফেসর ড. পিনাকী দে, প্রফেসর ড. মীর মোজাম্মেল হক, প্রফেসর ড. ধনেশ্বর চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. ইকবাল বাহার বিদ্যুৎ, ছাত্রলীগ নেতা মানিকশীল ও নাজিমুদ্দিন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।