প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গোপালপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত

119

স্টাফ রিপোর্টার ॥
বর্তমান সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে টাঙ্গাইলের গোপালপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সোনামুই গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।




এ সময় উপস্থিত ছিলেন ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম লিটন, সাংগঠনিক সম্পাদক শাহিন, ঝাওয়াইল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ সরকার, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাসেদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সাবলু, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাবেরা নাজনিন জোসনা, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং অত্র ওয়ার্ডের সম্মানিত জনসাধারণ।।