প্রকাশে ধুমপান করায় ৩ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
টাঙ্গাইলে প্রকাশে ধুমপান করায় ৩ জনকে ৬০০টাকা এবং বিজ্ঞাপন করায় একজনকে ৫০০ টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আজ রবিবার দুপুরে শহরের হাজরাঘাটে এ অভিযান চালানো হয়। টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন (নিয়ন্ত্রণ) ২০০৫ অনুয়ারি এ কার্যকম করা হয়। আমাদের এই কার্যকম প্রতিদিনই চলবে। আমরা আশা করছি আমাদের এই অভিযানের ফলে সাধারণ মানুষ অনেকটাই ধুমপান কম করবে।