পৌর নির্বাচনের সার্বিক বিষয়ে সাংবাদিকদের সাথে টাঙ্গাইলের জেলা প্রশাসকের মতবিনিময়
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের আটটি পৌরসভার নির্বাচনের সার্বিক পরিবেশ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন। সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক জানান, নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নির্বাচনী এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আটটি পৌর এলাকায় ২৭জন ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। ২জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটও দায়িত্ব পালন করবেন। এছাড়াও ৮জন ম্যাজিষ্ট্রেট স্ট্রাইকিং হিসেবে থাকবেন। প্রতিটি পৌর এলাকায় ২প্লাটুন বিজিবি টহলে থাকবে। পাশাপাশি র্যাবের অতিরিক্ত টিম টহলে থাকবে। পুলিশ ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে বিভিন্ন বাহিনীর আটটি আগ্নেয়াস্ত্র থাকবে।
সভায় টাঙ্গাইল পৌর নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন, বিজিবি, র্যাব ও পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।