পুলিশ সুপার বুয়েটে চান্স পাওয়া সখীপুরের দুই শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার দিলেন

151

জাহিদ হাসান, সখীপুর ॥
টাঙ্গাইল জেলা প্রশাসকের পর এবার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার বুয়েটে চান্স পাওয়া (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামের দুই কৃতি শিক্ষার্থী সাব্বির হাসান জয় ও আল আমিনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের আর্থিক অনুদানও প্রদান করেছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান ও আর্থিক অনুদান প্রদান করেন।




একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মূলক বক্তব্যে বলেন, শুধু সফল জীবন নয়, স্বার্থক জীবন গড়ে সকলকে নিয়ে দেশ জাতির কল্যাণে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, পুলিশ সুপার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কৃতি শিক্ষার্থীদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।