পাকুল্যায় জেলা যুব মৈত্রীর কর্মী সভা অনুষ্ঠিত

0 207

1মির্জাপুর সংবাদদাতাঃ

টাঙ্গাইল জেলা যুব মৈত্রীর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজারে জেলা ওয়ার্কাস পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব মৈত্রীর সভাপতি গোলাম নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স। এছাড়া টাঙ্গাইল জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি গোলাম নওজব পাওয়ার চৌধুরী, টাঙ্গাইল জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মাহফুজুর রাহমান খান ও আলমগীর হোসেন বক্তৃতা করেন।
প্রধান অতিথির বক্তৃতায় কলিন্স বলেন, দেশের মানুষকে জিম্মি করে বিএনপি-জামাত জোট গুপ্ত হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশ রক্ষায় বিএনপি-জামাতের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। ঘুষ, দুর্নীতি মুক্ত চাকুরীর নিয়োগ নিশ্চিতের দাবীতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ