নৌকা মার্কার বিকল্প নেই ….তথ্য প্রতিমন্ত্রী
নাগরপুর প্রতিনিধিঃ তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকারের সময়ে দেশে যে পরিমান উন্নয়ন কর্মকান্ড হয়েছে তা আতিতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। বাংলাদেশ আজ নিজস্ব স্যাটেলাইটের মালিক। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
শুক্রবার (২৫ মে) বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় কালে তথ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতিক। নৌকা মার্কার বিকল্প আতিতেও ছিল না, এখনও নেই। নৌকায় ভোট দিলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে থাকে।
মত বিনিময় সভায় নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম ইউলিয়ামসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম নাগরপুর উপজেলার ধুবুরিয়া ইউনিয়নের ডিজিটাল বাজারের মাটি ভড়াট কাজ ও একটি ব্রীজের উদ্বোধন করেন।