নিজামীর ফাঁসীর রায় বহাল থাকায় টাঙ্গাইলে আওয়ামীলীগের আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টারঃ
মানবতা বিরোধী অপরাধ মামলায় যুদ্ধাপরাধী ও জামায়াত ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসীর রায় আপিল বিভাগে বহাল থাকায় টাঙ্গাইলে আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামীলীগ। ৬ জানুয়ারী বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয় হতে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিলে আওয়ামীলীগ ছাড়াও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ-সভাপতি খান আহমেদ শুভ, সাধারন সম্পাদক ফারুক হোসেন মানিক, জেলা তাতী লীগের আহবায়ক সোলায়মান হাসান, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুজ্জামান পাশা, শহর সেচ্ছাসেবক লীগের আহবায়ক মতিউজ্জামান শুখন,যুগ্ম আহবায়ক রেজাউল করিম প্রমুখ।
সমাবেশে বক্তারা ফাঁসীর রায় দ্রুত কার্যকর করে বাংলাদেশকে কলংকমুক্ত করার দাবী জানান।
সমাবেশ শেষে মিষ্টি বিতরন করা হয়।