নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষের সংবাদ সম্মেলন

0 176

স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে নাগরপুর মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আনিছুর রহমান।
“টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতি” শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কালে নিজেকে নির্দোষ দাবী করে অধ্যক্ষ আনিছুর রহমান বলেন, উপজেলার নারী উচ্চ শিক্ষার একমাত্র বিদ্যাপিঠ নাগরপুর কলেজের দীর্ঘ দিনের সুনাম ও আমার ব্যক্তিগত ইমেজ নষ্ট করতে একটি মহল আমাকে জড়িয়ে একটি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশন করেছে। যার সাথে আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। কলেজের সকল আয়-ব্যয় অফিস ও ব্যাংকের মাধ্যেমে পরিচালিত হয়। সেক্ষেত্রে অর্থ আত্মসাতের কোন সুযোগ আমার নেই। এছাড়া এডিস মশার বংশ বিস্তার রোধে এবং ডেঙ্গু জ্বরের প্রভাব থেকে রক্ষার জন্য সারাদেশের ন্যায় নাগরপুর মহিলা কলেজের আগাছা, আবর্জনা ও জঙ্গল পরিস্কার করা হয়। কোন গাছ কাটার ঘটনা ঘটেনি, এমনকি অর্থ আত্মসাত করার প্রশ্নই আসে না।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, সহকারি অধ্যাপক আকতার হোসেন, ছামিনুর রহমান, সিনিয়র প্রভাষক লিয়াকত আলী, এসএম ইউসুফ হাসান, প্রভাষক আব্দুল মালেক কিবরিয়া, সাইদুর রহমান, আমিনুর রহমান, আলী আকতার, নুর ফাতেমা, নাজরিন আক্তার লিপি প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ