নাগরপুরে সাবেক ছাত্র নেতা লাভলুর পথসভা

151

নাগরপুর প্রতিনিধি ॥
কেন্দ্রীয় ঘোষিত আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত মহাসমাবেশকে সফল করতে নব্বই দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপি’র সদস্য রবিউল আওয়াল লাভলু টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন ইউনিয়নে পথসভা করেন। তারই ধারাবাহিকতায় রবিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার মামুদনগর নতুন বাজারের এ পথসভা অনুষ্ঠিত হয়।




ইউনিয়ন বিএনপি’র সভাপতি নূরুল ইসলাম নুরু এর সভাপতিত্বে ও কৃষকদলের আহ্বায়ক হুমায়ুন কবীর এর সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল কবীর রতন, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ খান ফারুক, সহ-প্রচার সম্পাদক আরিফুল ইসলাম নবা, যুবদলের যুগ্ন-আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, মাসুদুজ্জামান মামুন, সদস্য সামছুল মিয়া, সেচ্ছাসেবকদলের যুগ্ন-আহ্বায়ক নুরুজ্জামান রানা, ওলামাদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক শরিফ মিয়া প্রমুখ।
পথসভায় রবিউল আওয়াল লাভলু বলেন, সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আগামী ২৭ জুলাই ঢাকার মহাসমাবেশকে সফল করতে আহবান জানান।