নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন

121

নাগরপুর প্রতিনিধি ॥
পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীব্রত পালন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড শোভাযাত্র নিয়ে কেন্দ্রীয় কালী বাড়ীতে ঝড়ো হয়। বিবেকানন্দ জাগরণী সংঘ ও কেন্দ্রীয় কালী বাড়ীর আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় কালী বাড়ীতে আলোচনা সভায় মিলিত হয়।




কেন্দ্রীয় কালী বাড়ী পরিচালনা কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ণ শীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, কেন্দ্রীয় কালী বাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লক্ষী কান্ত সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নাগরপুর থানার ওসি (তদন্ত) জাহিদ হাসান, পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ সাহা, জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি শ্যামল কুমার সাহা রাধু, যুগ্ম-সম্পাদক শংকর সাহা প্রমুখ। এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।