নাগরপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের স্কাউটিং বিষয়ক মতবিনিময়
নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুরে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে স্কাউটিং বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে বাংলাদেশ স্কাউট নাগরপুর উপজেলার উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস নাগরপুর উপজেলার সভাপতি ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বাংলাদেশ স্কাউটস নাগরপুর উপজেলার সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরোও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীনুর ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন প্রমূখ। এ সময় স্কাউটসহ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।