নাগরপুরে মোবাইল কোর্টের আর্থিক জরিমানা
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ ও বাজার মূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে নাগরপুর সদর কাচা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বলেন, পবিত্র মাহে রমজান মাসে খাদ্য দ্রব্য মূল্য বেশি রাখা ও প্রতিটি দোকানে খাদ্য মূল্য তালিকা না থাকায় বিভিন্ন দোকান মালিককে আর্থিক জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হোসেনসহ আইনশৃংখলা বাহিনী ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।