নাগরপুরে মাদক ব্যবসায়ী দুই ভাই আটক ॥ মাদক উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের নাগরপুরে মাদক ব্যবসায়ী সহোদর দুই ভাইকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের পাইকশা মাইজাইল বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- আশরাফ সিকদার ও শফি সিকদার। তাদের বাড়ি সলিমাবাদ ইউনিয়নের পাইকশা মাইজাইল গ্রামে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব খান জানান, দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। মদ, গাঁজা হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে সমাজের উঠতি বয়সের ছেলেদের ধংস করে দিচ্ছে তারা। পুলিশ দীর্ঘদিন ধরে তাদের খোঁজ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।