নাগরপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমিসহ গৃহ হস্তান্তর

0 57

নাগরপুর প্রতিনিধি /
বছরের পর বছর ঘর না থাকার কষ্টের জীবনের অবসান হচ্ছে ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ ঘর পাচ্ছেন অসহায় এসব পরিবার।
চলমান কর্মসূচীর চতুর্থ পর্যায়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার অসহায় ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য সরকারের খাসজমি থেকে ২ শতাংশ ভিটেসহ ঘর করে দিচ্ছেন বর্তমান সরকার। ২২মার্চ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ভূমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন। উদ্ধোধন উপলক্ষে ভূমি মন্ত্রণালয়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 




উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ন্ডমায়ুন কবির, মহিলা ভাইস চেয়াম্যান ছামিনা বেগম শিপ্রা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষের উপহার হিসেবে উপজেলার ৪৮টি ভূমিহীন পরিবারের মধ্যে ১০ টি পরিবারের মাঝে কবুলিয়তনামা হস্তান্তর করা হয়। পর্যায়ক্রমে বাকী ৩৮টি ভূমিহীন পরিবারকেউ তাদের ভূমিসহ ঘর বুঝিয়ে দেয়া হবে।

 

 




Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ