নাগরপুরে বেকড়া ইউপিতে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

132

নাগরপুর প্রতিনিধি ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে সকল শহীদদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে বেকড়া ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে বেকড়া বারাপুষা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বহী কমিটির সদস্য এ্যাড. তারানা হালিম।




বেকড়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লূৎফর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আঃ লতিফ মিয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদাসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।