নাগরপুরে বিনামুল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ
নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবরি (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে-২০২২-২৩ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র ৫ শত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও সার বিতরণের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল মতিন বিশ^াসসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
Comments are closed.