নাগরপুরে বসন্ত বরণ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজে বসন্ত বরণ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিন ব্যাপী নাগরপুর মহিলা কলেজ প্রাঙ্গনে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনা ফিনান্সিয়াল কনসাল্টেন্সি ও সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর সহধর্মিণী আরিয়া ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাহ আলম মিয়া, নাগরপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক আকতার হোসেন, সিনিয়র প্রভাষক বাদরুল আনাম, চেয়ারম্যান বাংলা বিভাগ ছামিনুর রহমান খান, হিসাব বিজ্ঞান বিভাগ আমিনুর রহমান, সিনিয়র প্রভাষক এস এম ইউসুফ হাসান, লিয়াকত আলী, আঃ মালেক কিবরিয়া, প্রভাষক নূর ফাতেমা, মুহাঃ সাইদুর রহমান, নাছরিন আক্তার লিপিসহ শিক্ষার্থীবৃন্দ। নাগরপুর মহিলা অনার্স কলেজে পক্ষ থেকে পিঠা উৎসবের জন্য ১২টি স্টল বরাদ্দ দেওয়া হয়।
Comments are closed.