নাগরপুরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান চিহ্নিতকরণ ও সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন
নাগরপুর প্রতিনিধি ||
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আগমন উপলক্ষে স্মৃতি বিজড়িত স্থান চিহ্নিতকরণ ও সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুরে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগমনকালীন ১৯৭০ সনে ঐতিহাসিক নির্বাচন উপলক্ষে সারাদেশ ব্যাপী জনমত গড়ে তোলার লক্ষে উপজেলায় আগমন মুহূর্তটিকে চিরস্মরনীয় করে রাখার লক্ষে স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।