নাগরপুরে নৌকার পক্ষে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের র‌্যালী

0 158

নাগরপুর প্রতিনিধি ॥
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে বিজয়ী করার লক্ষ্যে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে মোটরসাইকেল র‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
র‌্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড প্রদক্ষিণ করে সারাংপুর এসে দোয়া মাহফিলে মিলিত হয়। দোয়া মাহফিলে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে নির্বাচিত করার জন্য আল্লাহর কাছে মোনাজাত করা হয়। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা সাংবাদিক আছাব মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আজিজুল হক বাবু, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম জিপুসহ উপজেলার মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ