নাগরপুরে জাতীয় সংসদ কার্যক্রম বিষয়ক সেমিনার
নাগরপুর প্রতিনিধি ।।
টাঙ্গাইল নাগরপুর সরকারি কলেজে জাতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতি ও সংসদ সদস্যদের ভুমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) নাগরপুর সরকারি কলেজ অডিটরিয়ামে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ মাহমুদুর রহমান এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেল্লাল হোসেন, প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক শাহিন-উর-রহমান, প্রধান আলোচক সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ মোস্তাফিজুর রহমান। সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।