নাগরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
নাগরপুর প্রতিনিধি ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ ই আগস্টে সকল শহীদদের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ আগস্ট) বিকেলে ভারড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে চৌবাড়িয়া-পচাসারটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বহী কমিটির সদস্য এ্যাড. তারানা হালিম।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হামজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আরশাদ হোসেন চঞ্চল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালিদ হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদাসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।