নাগরপুরে জন্মাষ্টমী পালিত
নাগরপুর প্রতিনিধি ॥
শুভ জন্মাষ্টমী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শোভাযাত্রা, আলোচনা সভা, পুজাচ্চর্না, উপবাসসহ নানা কর্মসুচীর আয়োজন করা হয়।
শুক্রবার (১৯আগস্ট) সকালে কেন্দ্রীয় কালীবাড়ী প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কালিবাড়ীর সভাপতি শ্রীরমেন্দ্র নারায়নশীল এর সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। শোভাযাত্রাটি কালিবাড়ী হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় কালিবাড়ী এসে শেষ হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, নাগরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সাহা রামা, বিবেকানন্দ জাগরনী সংঘের আহবায়ক রতন চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক সত্য গোপাল রাজবংশী নিমাই, দেলদুয়ার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এস প্রতাপ মুকুল, সাধারণ সম্পাদক পলাশ বসাক উপস্থিত ছিলেন।শোভাযাত্রায় হিন্দুধর্মাবল্বী নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
Comments are closed.