নাগরপুরে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ২০২২-২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাহমুদনগর ইউনিয়নের ভাতশালা কলমাইদ এলাকায় তেল জাতীয় ফসলের বৃদ্ধিকরণের লক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা দুলাল উদ্দিন, জেলা অতিরিক্ত উপ-পরিচালক নুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তুষার সাহা, কৃষি সম্প্রসারণ মোজাক্কের নোমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তাসহ কৃষক, কৃষানিরা উপস্থিত ছিলেন।