নাগরপুরে কর্মহীন মৃৎশিল্পীরা পেল খাদ্য সামগ্রী

0 187

স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নাগরপুরের মৃৎশিল্পীদের দুঃখ ও দুর্দশা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর খাদ্য সহায়তা নিয়ে তাদের পাশে খাদ্য দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা সহকারি কমিশনার তারিন মসরুর উপজেলার সহবতপুরের পাল পাড়ায় কর্মহীন মানুষের জন্য সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন। তিনি এ সময় পাল পাড়ার ৩০টি কর্মহীন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা মানতে গিয়ে যারা কর্মহীন হয়ে পড়েছে। তাদের পাশে শুরু থেকেই খাদ্য সহায়তা নিয়ে উপজেলা প্রশাসন দাঁড়িয়েছে। সহবতপুরের পাল সম্প্রদায়ের কর্মহীন ৩০টি পরিবারের মাঝে খাদ্য সাগ্রী বিতরণ করছি। পর্যায়ক্রমে আরও যারা সরকারি নির্দেশনা মানতে গিয়ে কর্মহীন হয়েছেন। তাদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তিনি এ সময় সকলকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার আহবান জানান। খাদ্য সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন সহবতপুর ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ মোল্লা, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জাইদুর রহমান জাহিদ প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ