নাগরপুরে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ১১

0 229

নাগরপুর প্রতিনিধি ॥
পুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ৩ জন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভূক্ত আসামীসহ ১১ জনকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। রোববার (১২ নভেম্বর) রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- লিয়াকত আলী (৪৭), খোকন মোল্লা (৪০), বিশ^নাথ বর্মন (৫৪), জাকির হোসেন (৪৪), দেলোয়ার হোসেন (৪৬), জাহাঙ্গীর হোসেন (৩৫), এলিম মিয়া (৩৭), খায়রুল (৩৯), মোতাস্সিম মিয়া (৬০), আতোয়ার মিয়া (৩৫), শরীফ (৩০)। এদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামী হচ্ছে- লিয়াকত আলী, খোকন মোল্লা ও জাকির হোসেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈন উদ্দিন টিনিউজকে জানান, রোববার (১২ নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কোনড়া, ভাতসালা, ঘুনিপাড়া, নলসন্ধা, বিষমপুর, দুয়াজানি, আগ-আকুটিয়া গ্রাম থেকে ৩জন সাজাপ্রাপ্ত আসামীসহ ১১জনকে গ্রেফতার করা হয়। এরপর সোমবার (১৩ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ