নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। শনিবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে নাগরপুর উপজেলার বাগজান থেকে তাদের ১৫ পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নাগরপুর উপজেলার বাগজান গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৬) ও একই গ্রামের শুকুর আলীর ছেলে তুহিন ইসলাম (১৮)।
নাগরপুর থানা সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার উপ-পরিদর্শক সজল খানের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে এবং তাদের কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে টিনিউজকে বলেন, নাগরপুর থানা পুলিশ মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে চলে। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।