নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার
নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়ন থেকে ৬০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছেন জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে গয়হাটা বাজার সংলগ্ন এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ৬০০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, গয়হাটা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মোন্নাফ মিয়ার ছেলে জাহিদ হাসান (হাকু) এবং গয়হাটা গ্রামের মৃত মেসলেম মেধার ছেলে শফিকুল মেধা। টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) এর এসআই মোতালেব হোসেন এর নেতৃত্বে এই অভিযানে অংশ নেন এএসআই সাইফুল ইসলাম, কনস্টেবল শাহিবুল ইসলাম ও শফিকুল ইসলাম।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাগরপুর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।