নাগরপুরে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

0 140

স্টাফ রিপোর্টার,নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত । মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার মীরনগরের মেসার্স বাবুল ব্রিকস, ভাটপাড়ার প্যাসিফিক ব্রিকস ও এটিএম ব্রিকসে এ অভিযান পরিচালিত হয়। জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: শহীদুল ইসলাম এর নির্দেশক্রমে মোবাইল কোর্টের তফশিলভুক্ত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী নাগরপুর উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রোকনুজ জামান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাযায়, দেশের ইটভাটার প্রচলিত আইন অমান্য করে দীর্ঘদিন যাবৎ দাপটের সাথে কার্যক্রম চালিয়ে আসছিল উপজেলার বিভিন্ন ইটভাটা। লাইসেন্স বিহীন ইট ভাটা পরিচালনা এবং অনুমতি ব্যতিত মাটি সংগ্রহ করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ ধারায় প্যাসিফিক ব্রিকসকে ২,০০,০০০/- টাকা এবং এটিএম ব্রিকসকে ৫০,০০০/- টাকা অর্থদ- করা হয়। এছাড়া লাইসেন্স ব্যতিত ভাটা পরিচালনা করায় বাবুল ব্রিকস এর চুল্লি ভেঙ্গে দেয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. মুজাহিদুল ইসলাম, নাগরপুরের ফায়ার সার্ভিস কর্মকর্তা, কর্মচারি, জেলা পুলিশের একটি দল ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারি সহ এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। অভিযান শেষে নির্বাহি ম্যাজিষ্ট্রেট রোকনুজ্জামান বলেন, জনস্বার্থে এবং সংশ্লিষ্ট সকলকে সচেতন করার লক্ষ্যে জেলা প্রশাসন টাঙ্গাইল কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ