নাগরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

0 167

নাগরপুর প্রতিনিধি: “সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির প্রতিপাদ্য সকলের মাঝে ছড়িয়ে দিতে একটি র‌্যালী উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরপুর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান মিয়া, সহকারি শিক্ষা কর্মকর্তা মো.ফরহাদ হোসেন, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু সোম রায় প্রমূখ। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ