নাগরপুরে আগুনে পুড়ে গেছে ৫টি দোকান

0 165

স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে গেছে। সোমবার (৯ মার্চ) রাতে উপজেলার তেবারিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তেবারিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আদিল খান টিনিউজকে জানান, রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসকে ফোন করি এবং সাথে সাথে মসজিদে মাইকিং করি। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে আলীর চা’র দোকান, মুক্তারের টিভি সার্ভিসিংয়ের দোকান, কালুর ওয়ার্কসপ, তুহিনের মোবাইলের দোকান, মিজানের অটো চার্জের দোকানসহ ৫টি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নাগরপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান টিনিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনি। আলীর চা’র দোকানের ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিরুপন করা এখনও সম্ভব হয়নি।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ