নাগরপুরে অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
হোম কোয়ারেন্টিন অমান্যকারীদের জন্য টাঙ্গাইলের নাগরপুরে অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে। উপজেলার মহিলা অনার্স বিশ্ববিদ্যালয় কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারটি পরিদর্শন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান উপস্থিত ছিলেন। প্রাতিষ্ঠানিক এই হোম কোয়ারেন্টাইনে ডাক্তার, নার্স ও বাবুর্চিসহ সকল সুযোগ-সুবিধা থাকবে। নাগরপুর উপজেলায় যারা হোম কোয়ারেন্টাইন মানবে না তাদেরকে এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানিয়েছেন।
প্রায় অর্ধশতাধিক লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন এই সেন্টারটি খুব শীঘ্রই প্রস্তুত করা হবে। এখানে যাদের রাখা হবে তারা নিজের ইচ্ছেমতো চলাফেরা করতে পারবেন না বলে তিনি উল্লেখ করেন।