নাগরপুরে অটোরিক্সার চাকায় ওড়না পেচিয়ে মহিলা নিহত

0 191

নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুরে অটোরিক্সার চাকায় ওড়না পেচিয়ে এক মহিলা নিহত হয়েছে। শুক্রবার (৩০ মার্চ) সকালে থানা সংলগ্ন নোয়াই নদীর উপর ব্রীজে এ দূর্ঘটনা ঘটে। নিহত মহিলা পার্শ্ববর্তী চৌহালী উপজেলার কুরকি গ্রামের বেলায়েত সিকদারের স্ত্রী রাহেলা (৪৫)।
জানা যায়, নিহত রাহেলা অটোরিক্সা যোগে তার আত্মীয় বাড়ী মীরনগর থেকে নাগরপুর ফেরার পথে থানা সংলগ্ন নোয়াই নদীর উপর স্টিলের ব্রীজের উপর আসলে অটোরিক্্রার চাকায় ওড়না পেচিয়ে অটোরিক্সা থেকে ব্রীজের নিচে পরে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন টিনিউজকে বলেন, পার্শ্ববর্তী চৌহালী উপজেলার কুরকি গ্রামের রাহেলা নামের এক মহিলা অসাবধানতাবশব গলার ওড়না অটোরিক্সার চাকায় প্যাচ লেগে নিহত হয়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ