নবনির্বাচিত জোয়াহের এমপিকে সখীপুর পৌরসভার সংবর্ধনা
সখীপুর প্রতিনিধি ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইলের সখীপুর পৌরসভা। সোমবার (২১ জানুয়ারি) বিকালে পৌরসভা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাসাইল-সখিপুরের উন্নয়নের জন্য সখীপুর থেকেই মাদক নির্মুলের যাত্রা শুরু হবে বলে ঘোষণা দেন নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। বাসাইল-সখীপুরবাসীর সেবা করার জন্য ৩০ বছর অপেক্ষা করেছেন জানিয়ে সদ্য নির্বাচিত এমপি এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বলেন, বাসাইল-সখীপুর থেকে সকল অন্যায় ও দুর্নীতি দূর করে বাসাইল-সখীপুরকে নতুন আঙ্গিকে গড়ে তোলা হবে।
সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিক-ই-রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, জাহাঙ্গীর তারেক, সদস্য অধ্যক্ষ সাইদ আজাদ, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।