ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আ’লীগ নেতা বড় মনির জামিন আবারও নামঞ্জুর
আদালত সংবাদদাতা ॥
কিশোরী ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির জামিন টানা চতুর্থবারের মত নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ জুন) বিকেলে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ তার জামিন আবেদন নামঞ্জুর করেন। বড় মনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনির বড় ভাই।
টাঙ্গাইলের পিপি অ্যাডভোকেট এস আকবর খান টিনিউজকে বলেন, এ মামলায় গত (১৫ মে) গোলাম কিবরিয়া বড় মনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেয়। বড় মনি এরপর জেলা ও দায়রা জজ আদালতে তিন দফা মিস কেস করেও জামিন পাননি। একই আদালতে আবার মিস কেস করে জামিন চান তিনি। সোমবার (২৬ জুন) বিকেলে শুনানি শেষে তার জামিন আবেদন টানা চতুর্থবারের মত নামঞ্জুর করেন বিচারক।
আসামি পক্ষে জামিন শুনানিতে অংশ নেন টাঙ্গাইল বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মঈদুল ইসলাম শিশিরসহ অন্তত ২০ থেকে ২৫ জন আইনজীবী। রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট এস আকবর খান জামিনের বিরোধিতা করেন।
জানা যায়, গত (৫ এপ্রিল) রাতে সদর থানায় বড় মনির বিরুদ্ধে এক কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা হয়। ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়। মামলায় ওই কিশোরীকে মারধরের অভিযোগ এনে বড় মনির স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়। নিগার আফতাব বর্তমানে জামিনে আছেন। ওই কিশোরী গত (৬ এপ্রিল) আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন।