ধর্ষণের শিকার শিশুর আদালতে জবানবন্দি

197

স্টাফ রিপোর্টার ।।

টাঙ্গাইলে ধর্ষণের শিকার চার বছরের শিশু বৃহস্পতিবার (২২ জুন) আদালতে জবানবন্দি দিয়েছে। ওই শিশু গত রোববার ৫৮ বছর বয়সী এক ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার হয়। শিশুর বাবা বাদী হয়ে বুধবার রাতে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্রে জানা যায়, ওই শিশুর বাবা টাঙ্গাইলের বাইরে চাকুরী করেন। তার মা শিশুকে নিয়ে টাঙ্গাইল শহরতলীতে বাসা ভাড়া করে থাকেন। গত রোববার পাশের ঘরের ভাড়াটিয়া মোহাম্মদ শাহজাহান (৫৮) তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরদিন মেয়েটির ব্যথা শুরু হয়। তখন সে বাবা মাকে ধর্ষণের কথা জানায়। পরে শিশুকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 




বাদী পক্ষের আইনজীবী জিনিয়া বখ্শ জানান, মামলা দায়েরের পর শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। পরে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন করিমের খাস কামরায় শিশুকে হাজির করা হয়। তার কাছে শিশুটি জবানবন্দি দেয়। পরে তাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়।