ধনবাড়ীর কৃষকদের আগ্রহ বাড়াতে ধান ও ভুট্টা প্রদর্শনী

266

ধনবাড়ী প্রতিনিধি ॥
টাঙ্গাইল ধনবাড়ীতে ক্লাস্টার বোরো ধান ও ভুট্টা প্রদর্শনী উপলক্ষে ফিল্ড টেকনোলজি ওরিন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) সকালে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-ফেস-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় উপজেলার মুশুদ্দি উত্তরপাড়ায় ব্রি ধান ৮৯ ও ৯২ এবং পূর্বপাড়ায় ভুট্টা ফসলের এ প্রদর্শনী হয়।
এ সময় বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাসেদুল হাসান, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফরিদ আহামেদ, কৃষক সমিতির সভাপতি সোহরাব আলী, কৃষক বকুল হোসেন, আবুল হোসেন প্রমুখ। এসময় অন্যান্য কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ব্রি ধান ৮৯ , ৯২ দুই একরে এবং উচ্চ ফলনশীল ভুট্টা দুই একরে ক্লাস্টার প্রদর্শনী করা হয়েছে। কৃষক সোহরাব আলী ও আবুল হোসেন বলেন, আশা করি এ ফসলে ভালো ফলন পাবো এবং লাভবান হতে পাবো। এগুলো স্বল্প আয়ূকালের ফসল। উৎপাদন খরচও কম।