ধনবাড়ীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধনবাড়ী প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীর ভাইঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কনিবার (১ পজযুংডভাউ) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেনের সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ড কমিশনার নূর মোহাম্মদ, পৌর মানবাধিার সম্পাদক রাজীব ভদ্র অপু, সাংবাদিক হাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা আনোয়ার মিন্টু, শাহ আলম, ভাইঘটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আবুল কাশেম সহ অন্যান্য অতিথি বৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকসহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।
শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরুস্কার তুলে দেন।